আইডি ও গ্রুপ সুরক্ষিত রাখবেন কীভাবে?

 আইডি ও গ্রুপ সুরক্ষিত রাখবেন কীভাবে?

নিজের আইডি সুরক্ষিত রাখতে এবং গ্রুপকে নিরাপদ রাখতে পোস্ট এবং কমেন্ট করতে হবে বুঝে শুনে। পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।

সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুক সম্প্রদায় নির্দেশিকা ০৬ টি বিভাগে বিভক্ত। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ৬ টি ভাগে বিভক্ত।

১. সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ।

২. নিরাপত্তা।

৩. আপত্তিজনক কনটেন্ট।

৪. সত্যতা ও বিশ্বাসযোগ্যতা।

৫. মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রাপার্টি)

৬. অনুরোধ ও সমাধান।

সহিংসতা ও অপরাধমূলক ক্রিয়াকলাপ

যে কোনো ধরনের সহিংসতা এবং উসকানিমূলক পোস্ট করা থেকে বিরত থাকা। এমনকি হিংস বিষয়কে আরও বেশি প্রচারের জন্য বা বিষয়টি নিয়ে মজা করার জন্য তৈরি কোনো গ্রাফিকস পোস্টও করা ও শেয়ার করা যাবে না। এর মধ্যে উল্লেখ্যযোগ্য বিষয়গুলো নিচে তুলে ধরা হলো-

সহিংসতা এবং উসকানিমূলক পোস্ট শেয়ার করা বা পোষ্ট প্রকাশ করা যাবে না।

কোন বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থার নেতিবাচক কার্যকলাপ পোস্ট করা অথবা তা শেয়ার করা যাবে না।

সন্ত্রাসবাদী কার্যকলাপ গঠিত বিষয় পোস্ট করা বা তা শেয়ার করা যাবে না।

সংঘবদ্ধ সহিংসতা অথবা অপরাধমূলক কার্যক্রম পোস্ট করা বা শেয়ার করা যাবে না’।

গণহত্যা ‘চেষ্টাসহ’ বা একাধিক হত্যা ছবি বা ভিডিও পোস্ট করা অথবা শেয়ার করা যাবে না।

মানব পাচারকে উৎসাহিত করে এমন পোস্ট করা বা শেয়ার করা থেকে বিরত থাকা।

কোনো অপরাধে সহায়তা অথবা অপরাধ প্রচার করে পোস্ট করা বা শেয়ার করা যাবে না।

বিধিবব্ধ যার আইনগত বাধ্যবাধকতা রয়েছে এমন পোষ্ট করা বা পোস্ট শেয়ার করা যাবে না। যেমন : অ্যালকোহল ও অস্ত্র।

জালিয়াতি এবং প্রতারণামূলক পোস্ট।

ফেসবুক কমিউনিটি গাইডলাইন কি

নিরাপত্তা

কোনো মানুষের জন্য কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন পোস্ট করা বা অন্যের করা পোস্ট শেয়ার করা যাবে না। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-

দেহে নিজের তৈরি আঘাতের চিহ্ন অথবা আত্মহত্যা করার চেষ্টা’র ছবি পোস্ট করা যাবে না। তবে আত্মহত্যা সম্পর্কিত যে কোনো সংবাদ (‘বিশ্বাসযোগ্য উৎস থেকে প্রাপ্ত’) প্রকাশ করা যাবে।

শিশু যৌন নির্যাতনে’র কোনো ধরনের লেখা, ছবি অথবা ভিডিও ফেসবুকে শেয়ার করা যাবে না। অন্যের পোস্ট করা কনটেন্টও শেয়ার করা যাবে না।

প্রাপ্তবয়স্কদেরও কোনো নগ্নতাপূর্ণ লেখা, ছবি বা ভিডিও পোস্ট বা শেয়ার করা যাবে না।

ফেসবুক ব্যবহার করে কাউকে কোনো ধরনের হুমকি এবং হয়রানি করা যাবে না।

যে কোনো ধরনের মানব শোষণের ভিডিও কিংবা ছবি ফেসবুক গ্রহণ করে না। যেমন: মানবপাচার, ইচ্ছার বিরুদ্ধে বাণিজ্যিক শ্রম বা অন্যান্য ক্রিয়াকলাপ’।

কারও ব্যক্তিগত গোপনীয়তা ফেসবুকে ফাঁস করা যাবে না। একান্ত মুহূর্তের ছবি অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না।

যেসব বিষয়ে ফেসবুক খুবই কঠোরঃ

সহিংসতা ও উসকানি দেওয়া

বিপজ্জনক ব্যক্তি ও প্রতিষ্ঠান

অপরাধ প্রচার করা

প্রতারণা

আত্মহত্যা

যৌন নির্যাতন এবং নগ্নতা

হয়রানি

Hate Speech

সাইবার নিরাপত্তা

ভুল তথ্য দেওয়া

Shahabuddin Ahmed

Related post

Leave a Reply