HISTORY OF

BRFG

Smoothly Growing Since 2010

HISTORY OF

BRFG

Smoothly Growing Since 2010

গ্রুপ হিস্ট্রি: ২০১৫

এ বছর সাড়ম্বরে গ্রুপের প্রথম পিকনিক হয় ঈশ্বরদী,পাকশী, কুষ্টিয়া, মুজিবনগরে। ব্যাপক আনন্দ উদ্দীপনা আর উপস্থিতিতে সদস্য রা দুটো দিন মেতে ছিল

আনন্দের আতিশয্যে। ২০১৫ সালে প্যানেলে যুক্ত ছিলেন নেওয়াজ মোর্শেদ রাসেল, রাসেল সুমন, মোঃ মাহামুদুল আলম সোয়েব, মিহরাবুর নাঈম, ফুয়াদ হোসেন আনন্দ, শওকত জামিল মোহসী প্রমুখ।

 

গ্রুপ হিস্ট্রি: ২০১৭

এ বছর গ্রুপের এডমিন প্যানেল সদস্যদের নিয়ে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানে একটি গ্রুপ পিকনিক, দুটো ঈদ পুনর্মিলনী, পাথর নিক্ষেপের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ রমজানে ইফতার মাহফিল এর আয়োজন করে।

গ্রুপ হিস্ট্রি: ২০১৮

গ্রুপের ইতিহাসে স্মরণীয় একটি পিকনিকের আয়োজন করা হয় পঞ্চগড়, তেঁতুলিয়া, সৈয়দপুর কারখানায়। পিকনিকের ট্রেন ঢাকা আসার পথে টঙ্গীতে ডিরেল হলে পিকনিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পরে বিশেষ ব্যবস্থায় লালমনি এক্সপ্রেস ট্রেনে কোচ সংযোজন করে পিকনিকে যাওয়া হয়। এটা ছাড়া দুটো ঈদ পুনর্মিলনী এবং ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।

গ্রুপ হিস্ট্রি: ২০১৯

রেলফ্যানদের সমুদ্র যাত্রা শিরোনামে কক্সবাজারে দুই দিনের পিকনিকে গ্রুপ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পর্ক দৃঢ় হয়। বরাবরের মতোই দুটো ঈদ পুনর্মিলনী, ইফতার মাহফিল, এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এ বছর প্রথমবারের মতো গ্রুপের সদস্যদের জন্য ক্যালেন্ডার তৈরি করা হয়।

গ্রুপ হিস্ট্রি: ২০২০

উত্তরের জেলা লালমনিরহাট, তিনবিঘা করিডোর, তিস্তা ব্যারেজ, রংপুর, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন এর মাধ্যমে শেষ হয় গ্রুপ সদস্যদের দুই দিনের বাৎসরিক পিকনিক। এর পর পরই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে চলে দিনব্যাপী পাথর নিক্ষেপের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম। কিছুদিনের মধ্যেই করোনার হানা গ্রুপের সামগ্রিক কর্মকান্ডে প্রভাব ফেলে। ফলে সীমিত হয়ে পড়ে সকল বাহ্যিক কার্যক্রম। এ বছরের আগস্টে গ্রুপের সদস্য সংখ্যা ১.৫ লক্ষের মাইলফলক স্পর্শ করে।

গ্রুপ হিস্ট্রি: ২০২১

করোনার কারণে গ্রুপের সমস্ত কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে। চলতে থাকে শুধু সদস্য সংগ্রহ ও ট্রেনের আপডেটসহ নানা কার্যক্রম। তবে এ বছর এত সীমাবদ্ধতার পরেও সদস্যদের জন্য ক্যালেন্ডার তৈরি করে বিতরণ করা হয়।

গ্রুপ হিস্ট্রি: ২০২২

এ বছরের শুরুতেই গ্রুপের ইতিহাসে বেশ কয়েকটি মাইলফলকের সূচনা হয়। এরমধ্যে রেলফ্যানিং এর ইতিহাসে গ্রুপ হতে সদস্যদের লেখায় সম্পূর্ণ রঙ্গিন ম্যাগাজিন “প্লাটফর্ম” এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রথম সংখ্যা ছাপানোর আগেই সকল কপি সোল্ড আউট হয়ে যায়। 

বাংলাদেশে রেলফ্যানিং এর পথিকৃৎ গ্রুপটি সবাইকে অবাক করে দিয়ে তাদের গ্রুপের জন্য পরিপূর্ণ একটি ওয়েবসাইট চালু করে।