Group Rules

Group rules from the admins.

অন্য গ্রুপের লিংক শেয়ার করা

গ্রুপে নিজের পোস্ট এর সাথে অন্য কোন গ্রুপের লিংক, পেইজের লিংক, ইউটিউব চ্যানেল এর লিংক ইত্যাদি দেয়া থেকে বিরত থাকুন। লিংক সহ পোষ্ট বা শেয়ার পোষ্ট এপ্রুভ হবে না।

একক ছবি বা ভিডিও

গ্রুপে একক ছবি / সেল্ফি পোস্ট করা হতে বিরত থাকুন। * * রেলে কর্মরতদের ক্ষেত্রে এটা অনেকটা শিথিল যোগ্য।

ছবির কার্টেসি

আমরা সবসময় মৌলিক পোস্টকে উৎসাহিত করি। তাই পোষ্ট দেবার ক্ষেত্রে মৌলিক পোষ্ট দেবার চেষ্টা করুন। অন্যের তোলা ছবি হলে তার নাম বা গুগল হতে বা অন্য কোন স্থান থেকে প্রাপ্ত ছবি হলে তার সোর্স উল্লেখ করুন।

ভাষা'র ব্যবহার

ক) আপনারা আপনাদের কমেন্ট গুলো অবশ্যই সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপন করুন। অশালীন লেখা বা অশালীন ভাষার ব্যবহার করে কোন কমেন্ট বা পোস্ট আসলে তা বিনা নোটিশে ডিলেট করা হবে।
খ) মনুষ্য নাম ছাড়া যাদের আইডি রয়েছে তারা গ্রুপে রিকোয়েস্ট দেবেন না। আমরা চাঁদের কনা, আকাশ ভরা তারা, মায়াবী জ্যোৎস্না, ও প্রিয়া তুমি কোথায়, নীল আকাশ টাইপের আইডি থেকে আসা রিকোয়েস্ট অনুমোদন করা হবে না।

ট্রেনের টিকিট ক্রয়/বিক্রয়

এই গ্রুপটি কোনভাবেই টিকেট প্রাপ্তি, বুকিং, ফেরত, ক্রয় বা বিক্রয় এর স্থান নয়। তাই ট্রেনের টিকেট এর জন্য আবেদন বা বিক্রি করার আবেদন সংক্রান্ত পোস্ট এখানে প্রদান থেকে বিরত থাকুন।

রেল বা রেলওয়ে সংক্রান্ত নয়

ক) রেল বা রেলওয়ে সংক্রান্ত নয় এমন কোন বিষয়ে পোস্ট প্রদান থেকে বিরত থাকুন।
খ) বিকাশে টাকা পাওয়ার লিঙ্ক কমেন্ট বক্সে কেউ শেয়ার করলে সরাসরি ব্লক করা হবে।
গ) জামা বেচা, বাচ্চাদের ডায়াপার বেচা, কোচিং সেন্টারের এ্যাড পোস্ট বা কমেন্ট আকারে দিলে সরাসরি ব্লক করা হবে।
ঘ) ন্যুডিটি/সেক্সুয়াল হ্যারসমেন্ট, ঘৃনা প্রকাশ, বর্ণবাদী পোস্ট বা কমেন্ট করা যাবে না। এ ধরণের পোস্ট বা কমেন্ট দেখা মাত্র এডমিন বরাবর রিপোর্ট করার জন্য অনুরোধ রইলো।

দাবিদাওয়া আদায়

মনে রাখবেন- এই গ্রুপটি রেলফ্যানদের একটি গ্রুপ। রেল এর ইতিহাস চর্চা, রেল এর ঐতিহ্য কে জানার গ্রুপ। এই গ্রুপটি কোনভাবেই চাকুরীগত সুবিধা অসুবিধা এবং যে কোন দাবিদাওয়া জানাবার স্থান নয়।

অন্য দেশের ট্রেনের পোস্ট

যে কোন দেশের ট্রেনের ছবি, ভিডিও, তথ্য শেয়ার করা যাবে। এটা শুধু বাংলাদেশের রেলফ্যানদের গ্রুপ নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা রেলফ্যানরা তাদের দেশের ট্রেনের পোস্ট এখানে পোস্ট করতে পারবেন।

রি-পোষ্ট

ক) একই পোষ্ট আগে এপ্রুভ হয়েছে এমন পোষ্ট এপ্রুভ হবেনা। এডমিন প্যানেলের অনুমতি ছাড়া যে কোন বিষয়ে পোল ক্রিয়েট করে জনমত যাচাই করা যাবে না।
খ) কোন ভেরিফায়েড পেজ/চ্যানেলের ভিডিও ডাউনলোড করে পোস্ট করা যাবে না।
গ) নিজের নামের পেজ/নিজের আইডিতে করা কোন পোস্ট শেয়ার করা যোবে না।
ঘ) পোস্ট/কমেন্ট করার সময় ফেসবুকের কমিউটনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে পোস্ট করতে হবে। কোন পোস্ট বা কমেন্ট ফেসবুক কর্তৃপক্ষ কমিউটনিটি ভায়োলেশনের কারণে ডিলিট করে দিলে সে সদস্যকে আমরা ব্লক করে দেবো।

পোস্ট/কমেন্ট করতে যা মানতে হবে

ক) কাউন্টারে গিয়ে টিকেট করেছেন। আপনি বলছেন টিকেটের মূল্যের চাইতে বেশি নিয়েছে। গ্রুপে দিলেন একটা পোস্ট। আপনাকেই বলছি। এ ধরণের পোস্ট আমরা গ্রুপে এপ্রুভ করবো না। তবে উপযুক্ত তথ্য প্রমাণ সাপেক্ষে পোস্ট করলে এডমিন ফিল্টারেশন সাপেক্ষে পোস্ট এপ্রুভ হতে পারে।
খ) কোচ বণ্টন, এর রেক তারে দিল। শুরু হয়ে গেল আঞ্চলিক বিদ্বেষপূর্ণ পোস্ট আর কমেন্ট। এ ধরণের পোস্ট/কমেন্ট গ্রুপে থাকবে না। আপনি আপনার সুচিন্তিত মতামত দিতে পারেন কিন্তু আঞ্চলিকতার বিষবাষ্প ছড়িয়ে নয়।