শিশুরা মুগ্ধ বিস্ময়ে রেলগাড়ির ড্রাইভার সাহেব, গার্ড সাহেবদের দেখে। ভাবে, এদের তো আমাদের মতই দুটো হাত দুটো পা একটা মাথা। তাই নিয়েই এরা তবে রেলগাড়ির মত অতবড় একটা যন্ত্র চালায় কিভাবে, কই আমি তো পারি না। রেলকর্মচারীদের প্রতি অই মুগ্ধতা, বিস্ময় মিশ্রিত শ্রদ্ধা না থাকলে, তাদের কাজের গুণগ্রাহী না হলে ভালো রেলফ্যান হওয়া যায় না।
তাইতো আমাদের স্লোগান-
Happy Rail fanning
Happy Train
Travelling
Happy Train Spotting
Rail fanning for
Social Welfare
রেলওয়েতে কর্মরত বিসিএস কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ্জামান রোকন (গ্রুপের এডমিন এবং বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ মন্ত্রণালয়ের উপসচিব) এর মাধ্যমে ২০০৮ সালে সামান্য কিছু সদস্য নিয়ে সৃষ্টি হয় বাংলাদেশের সর্বপ্রথম রেলফ্যান বা ট্রেন স্পটিং গ্রুপ- ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ যার বর্তমান সদস্য সংখ্যা লক্ষ ছাড়িয়ে ২ লক্ষের ঘর ছুঁই ছুঁই করছে। রেলফ্যানিং বা ট্রেন স্পটিং মাথায় রেখে সৃষ্ট গ্রুপটি বর্তমানে শখের পাশাপাশি জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিদিন হাজার হাজার মানুষের রেল সংক্রান্ত আপডেটসহ রেলওয়ের ইতিহাস ঐতিহ্য চর্চা, ট্রিপ রিভিউ, রেল বিষয়ক তথ্যাদি দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রেলফ্যানিং গ্রুপে পরিণত হয়েছে।
কারা যুক্ত আছেনঃ
আমাদের গ্রুপে যুক্ত রয়েছে রেলওয়ের অনেক হাই অফিসিয়ালস। এছাড়া পূর্ব ও পশ্চিম রেলের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা ও কর্মচারী আমাদের গ্রুপে যুক্ত রয়েছেন। এর বাহিরে অবসরে চলে যাওয়া রেলের অনেক কর্মকর্তা ও কর্মচারীও যুক্ত রয়েছেন। আমাদের গ্রুপের সাথে যুক্ত আছেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, স্যাটায়ার ধর্মী ম্যাগাজিন উন্মাদ এর স্রষ্টা “গ্র্যান্ডফাদার অফ জোকস” জনাব আহসান হাবীব এবং সদ্য অবসরে যাওয়া রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্তি সচিব, বর্তমানে ইভ্যালির এমডি জনাব মাহবুব কবীর মিলন। আর গ্রুপে যুক্ত আছেন বাংলাদেশের ৬৪ জেলার রেলপ্রিয় মানুষ। এছাড়া দেশের বাহিরে তেকে প্রিয় প্রবাসীরা তো আছেন ই, আছেন ১৫ টি দেশের বেশ কিছু বিদেশী।
আমাদের সাফল্যঃ
রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় ও অংশীজন সভায় আমাদের গ্রুপের দুজন করে এডমিন অংশগ্রহণ করে থাকেন। গ্রুপের মডারেটর জনাব তৌফিকুর রহমানের ডিজাইনে সামনে ২০০ টি চাইনিজ রেল কোচ যুক্ত হবে রেলের বহরে।