ঈদ পুনর্মিলনী-২০২৩(ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুল)

 ঈদ পুনর্মিলনী-২০২৩(ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুল)

আমাদের এবারের ঈদ পুনর্মিলনীর স্থান নির্ধারণ করা হয়েছে হয়রত শাহ জালাল, শাহ পরাণের স্মৃতিধন্য, ৩৬০ আউলিয়ার দেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর সাবেক শ্রীহট্ট বর্তমান সিলেট। সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদাপাথর ও রাতারগুল। ভোলাগঞ্জ রোপওয়ে, পাথর কোয়ারী আর পাহাড়ী মনোলোভা দৃশ্য অবলোকনের জন্য এখানে প্রতিদিনই আগমন ঘটে বহু পর্যটকের। অপরদিকে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল আমাদের দেশের একমাত্র ‘ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন।

আমাদের ইভেন্ট শুরু হবে সিলেট শহর থেকে।

যে যার যার মত সিলেটে পৌছে যেতে পারেন বাস/ট্রেনে।

ভ্রমণের স্থানঃ

– রাতারগুল

– ভোলাগঞ্জ সাদাপাথর

– মালনিছড়া চা বাগান

মূল ইভেন্টঃ

আমাদের ইভেন্ট শুরু হবে সিলেট থেকেঃ

> ৪ আগস্ট শুক্রবার ভোর ৬ টায় সিলেট পৌঁছে ফ্রেস হয়ে সকাল ৬.৩০ সময় গ্রুপ লিডারের কাছে রিপোর্টিং। ৮:০০ মধ্যে সকালের নাস্তা শেষ করে রওনা হবো চা বাগানের উদ্দেশ্যে। রিজার্ভ করা বাস/মাহিন্দ্র নিয়ে চলে যাবো সাদাপাথর। রিজার্ভ ট্রলারে রওনা হবো ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এর উদ্দেশ্যে। সাদাপাথরে গোসল, সাতার শেষ করে জুমার নামাজ পড়ে নেবো স্থানীয় মসজিদে নতুবা সাদাপাথর জিরোপয়েন্ট মসজিদে যোহরের নামাজ আদায় করে নেব ইন শা আল্লাহ। এরপর ২:০০ মধ্যে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা হবো রাতারগুলের উদ্দেশ্যে।

> রাতারগুল পৌছে নৌকা রিজার্ভ করে সোয়াম্প ফরেস্টের গহীনে পুরো বিকেল টা কাটিয়ে দেবো। সন্ধ্যার পর পর চলে আসবো সিলেট শহরে। সিলেট পৌছে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেবো। এর পর সবাই যার যার মত ঘুরতে পারবেন। কাছেই হয়রত শাহ জালালের মাজার রয়েছে। চাইলে সেখানে যেতে পারেন। যারা ট্রেনে ফিরবেন তারা রাত ১১:০০ মধ্যে সিলেট স্টেশনে চলে যাবেন। যারা বাসে ফিরবেন তারা কদমতলী বাস কাউন্টারে চলে যাবেন সময়মতো।

সিলেট স্টেশন ও কদমতলী বাসস্ট্যান্ড একই জায়গায়।

খাবারঃ

সকালের নাস্তা পাঁচভাই রেস্টুরেন্ট বা পানসী তে করা হবে।

রুটি/পরোটা, ডিম, ডালভাজি + চা।

দুপুরের খাবারঃ যেহেতু আমরা পর্যটন এরিয়াতে থাকবো দুপুরের খাবার সেখানেই খেয়ে নেবো।

রাতের খাবারঃ পাঁচভাই রেস্টুরেন্টে রাতের খাবার খাবো।

ইভেন্টে যা থাকছেঃ

১. গ্রুপের টি-শার্ট (শুভেচ্ছা উপহার)।

২. ইভেন্ট চলাকালীন ৪ আগস্ট সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার।

৩. সিলেটে বিভিন্ন স্থানে যাতায়াত ভাড়া এবং নৌকা ভাড়া।

৪. ট্যুরের অভ্যন্তরীণ খরচ।

ইভেন্টে যা থাকছে নাঃ

১. সিলেট ইভেন্টে যোগদানের জন্য আসা যাওয়ার ভাড়া।

২. যে কোন ব্যক্তিগত খরচ।

৩. রাতের ডিনার এর পরবর্তী কোন খরচ।

শর্তসমুহঃ

১/ একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।

২/ অযাচিত সমালোচনা করা যাবে না।

৩/ ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।

৪/ গ্রুপের কারো সাথে কোন কারণে মনোমালিন্য হলে গ্রুপ এডমিন/ট্যুর লিডার কে অবহিত করতে হবে।

৫/ ইভেন্ট শেষে গ্রুপে রিভিউ পোস্ট করতে হবে।

৬/ মাদক দ্রব্য বহন এবং সেবন করা যাবে না।

৭/ ইভেন্ট এর পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৮/ গ্রুপের পরিকল্পনা অনুযায়ী টাইম মেইন্টেইন করতে হবে।

৯/ সাঁতার না জানলে পানি থেকে সাবধানে থাকুন এবং সাঁতার জানলেও সাঁতরিয়ে নদীর ওপারে যাওয়ার চেষ্টা করবেন না।

১০/ অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।

১১/ ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা/ আবহাওয়া পরিবর্তন জনিত কারণে বিকল্প পরিকল্পনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।

১২/ ইভেন্ট অথরিটি সবার সাথে কথা বলে যেকোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, তা মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে।

যা যা সাথে নিতে হবেঃ

১. পাতলা টি-শার্ট + শর্ট প্যান্ট

২. গামছা

৩. ছাতা

৪. বড় পলিথিন ২টা

৫. ফোনের ওয়াটারপ্রুফ কেইস/পলিথিন

৬. বৃষ্টির দিন তাই কেউ লোফার পরবেন না, বেল্টের ট্র্যাকিং শু প্রেফার করা হচ্ছে।

৭. নিজের পাওয়ার ব্যাংক (অন্যের আশায় যাবেন না)

৮. নিজের এনআইডি কার্ড বা যেকোনো পরিচয় পত্র ২ কপি

৯. স্যালাইন+পানির বোতল।

উপরের নির্দেশনা আপনার পছন্দ হলে ইভেন্ট ফি দিয়ে আপনার যাত্রা নিশ্চিত করার অনুরোধ করছি।

যারা ট্রেনে কিংবা অন্য কোথাও হতে রওনা দিবেন তারা সিলেট রেলস্টেশনের গেইটের বাহিরে সকাল ৬.৩০ এর মধ্যে লিডারদের কাছে নিজের উপস্থিতি নিশ্চিত করবেন।

ইভেন্ট ফিঃ ১0৫০/- (চার্জ দরকার নেই)

ইভেন্ট ফি পাঠানোর শেষ সময়ঃ ২৩/০৭/২০২৩ ইং

বিকাশঃ

01712642329 (শাহাবুদ্দিন আহমেদ)

01755406264 (ফিরোজ খান)

01677733261 (মাসুদ রহমান)

নগদঃ

01816317681 (শাহাবুদ্দিন আহমেদ)

01715364174(মোহাম্মদ ফারুক হোসেন)

রকেটঃ

01744191938-5(শাহাবুদ্দিন আহমেদ)

Related post

Leave a Reply