সাইড ল্যাম্প
ছবিতে মার্ক করা যে লাইট’টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাইড ল্যাম্প।
এই ল্যাম্পের কালার দুই ধরনের হয়ে থাকে।সবুজ এবং লাল।
রাতের বেলা গার্ড সাহেব যদি কোনো কাজে ট্রেন থেকে নিচে নামেন তবে এই সাইড ল্যাম্পের লাল লাইট অন করে লোকোমোটিভ/লোকোমাস্টারের দিকে দিয়ে রাখবেন।লাল লাইট দেখে এল এম গাড়ি ছাড়বেন না। গার্ড সাহেব যতই সিগন্যাল দিক আর যাই করুক।গার্ড সাহেবের কাজ শেষ হলে পূণরায় গার্ড ব্রেকে এসে সবুজ দিক এল এমকে দেখাবেন।গার্ড সাহেব ট্রেন ছাড়ার অনুমতি দিলেই লোকোমাস্টার ট্রেন ছাড়বেন।
সাইড ল্যাম্পের লাইট লাল থাকা অবস্থায় ট্রেন ছাড়ার সিগন্যাল দিলে এল এম ট্রেন ছাড়বেন না।