রেলওয়ে তে চলমান প্রকল্পসমূহ

 রেলওয়ে তে চলমান প্রকল্পসমূহ
  1. এক নজরে রেলওয়ের চলমান সকল প্রকল্পসমূহ

১। দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত  সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ। (১ম সংশোধিত)

০১.০৭.২০১০ হতে ৩০.০৬.২০২২

২। বগুড়া হতে শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ।

০১.০৭.২০১৮ হতে ৩০.০৬.২০২৩

৩। বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনের ৩য় ও ৪র্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত)।

০১.০৭.২০১২ হতে ৩০.০৬.২০২৩

৪। বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর হতে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প।

০১.০১.২০১৯ হতে ৩১.১২.২০২৪

৫। বাংলাদেশ রেলওয়ের খুলনা-দর্শনা জংশন সেকসনে ডাবল লাইন রেলপথ নির্মাণ।

০১.০১.২০১৮ হতে ৩১.১২.২০২২

৬। বঙ্গবন্ধু শেখ মুজিব (যমুনা) রেলওয়ে সেতু।

০১.০১.২০১৬ হতে ৩১.১২.২০২৩

৭। পদ্মা সেতু রেল সংযোগ (১ম সংশোধিত)।

০১.০১.২০১৬ হতে ৩০.০৬.২০২৪

৮। ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেল লাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ।

০১.০৭.২০১৪ হতে ৩০.০৬.২০২০

৯। মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ।

০১.০৫.২০১৮ হতে ৩০.০৪.২০২২

১০। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে ডুয়েলগেজে রূপান্তর।

০১.০৭.২০১৪ হতে ৩০.০৬.২০২০

১১। বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ রেল লাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর।

০১.০৪.২০১৯ হতে ৩০.০৬.২০২৫

১২। বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর হতে কাউনিয়া পর্যন্ত মিটারগেজ রেলওয়ে লাইনকে ডুয়েলগেজে রূপান্তর।

০১.০১.২০১৮ হতে ৩১.১২.২০২২

১৩। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (১ম সংশোধিত)।

০১.০৭.২০১৫ হতে ৩০.০৬.২০১৯

১৪। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন।

০১.০৭.২০১৫ হতে ৩০.০৬.২০১৯

১৫। বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন (রোলিং স্টক সংগ্রহ)।

০১.০৭.২০১৭ হতে ৩০.০৬.২০২১

৪০টি বিজি লোকোমোটিভ, ১০০০ ওয়াগন ও ১২৫ টি লাগেজভ্যান।

১৬। বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ।

০১.০৯.২০১৫ হতে ৩০.০৬.২০১৯

১৭। বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ, রিলিফ ক্রেন এবং লোকোমোটিভ সিমুলেটর সংগ্রহ।

০১.০৭.২০১৫ হতে ৩০.০৬.২০২০

১৮। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ।

০১.০৭.২০১৭ হতে ৩০.০৬.২০২১

১৯। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি মিটার গেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ।

০১.০৭.২০১৬ হতে ৩০.০৬.২০২০

২০। বাংলাদেশ রেলওয়ের জন্য ৭০ টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প (১ম সংশোধিত)।

১০.০৭.২০১১ হতে ৩০.০৬.২০২৪

২১। বাংলাদেশ রেলওয়ের ৫৭৫ কি.মি. সেকেন্ডারী লাইনে অপটিক্যাল ফাইবার ভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং চালুকরণ।

০১.০৭.২০১৮ হতে ৩০.০৬.২০২০

২২। ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন প্রকল্প: (১) পাহাড়তলী ওয়ার্কসপ উন্নয়ন (২য় সংশোধিত)।

০১.০৭.২০০৭ হতে ৩১.১২.২০১৮

২৩। বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র দলিল প্রস্তুতসহ ভাঙ্গা জংশন (ফরিদপুর) হতে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা।

০১.০৭.২০১৬ হতে ৩১.১২.২০১৮

২৪। ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম দ্রুত গতির রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন (১ম সংশোধিত)।

০১.০১.২০১৭ হতে ৩১.০৩.২০১৯

২৫। ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম।

০১.০১.২০১৮ হতে ৩০.০৯.২০১৯

২৬। পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের সম্ভাব্যতা সমীক্ষা।

০১.০১.২০১৮ হতে ৩০.০৬.২০১৯

পঞ্চগড়-বাংলাবান্ধা, চাঁপাই-সোনামসজিদ, ডোমার-জলঢাকা-ভোটমারী, নতুন তিস্তা রেলসেতু।

২৭। চট্টগ্রাম পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনালে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা।

০১.০৪.২০১৮ হতে ৩১.০৩.২০১৯

২৮। দর্শনা হতে ডামুরহুদা এবং মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত নতুন ব্রডগেজ রেল লাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই ও বিশদ ডিজাইন।

০১.০৯.২০১৮ হতে ৩১.০৮.২০২০

২৯। সুনামগঞ্জ জেলা সদরে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন।

০১.০২.২০১৯ হতে ৩১.১০.২০২০

৩০। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্প প্রস্ত্ততিমূলক সুবিধার জন্য কারিগরী সহায়তা প্রকল্প (১ম সংশোধিত)।

০১.০৭.২০১৫ হতে ৩০.০৬.২০২০

৩১। প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেলওয়ের দক্ষতা উন্নয়নের জন্য কারিগরী সহায়তা।

০১.০৭.২০১৫ হতে ৩০.০৬.২০১৯

৩২। দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত  সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প এর প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থাপনায় বাংলাদেশ রেলওয়ের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে কারিগরি সহায়তা প্রকল্প।

০১.০১.২০১৮ হতে ৩১.১২.২০২৪

৩৩। ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রড গেজ রেলপথ নির্মাণ।

০১.০৮.২০১৮ হতে ৩১.০১.২০২১

৩৪। বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন।

০১.০৭.২০১১ হতে ৩০.১২.২০২০

৩৫। আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ  নির্মাণ (বাংলাদেশ অংশ)।

০১.০৭.২০১৬ হতে ৩০.০৬.২০২০

৩৬। খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (১ম সংশোধিত)।

০১.১২.২০১০ হতে ৩০.০৬.২০২১

৩৭। ঈশ্বরদী থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেল লাইন সংস্কার ও নির্মাণ। (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে)

০১.০৪.২০১৮ হতে ৩০.০৬.২০২০

এর বাইরে আরও অনেক প্রকল্প নিয়ে কাজ করছে রেলওয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

রেলওয়ে আইন, ১৮৯০ এর পরিমার্জন ও পর্যালোচনার মাধ্যমে সংশোধনী প্রস্তাবের খসড়া চুড়ান্তকরণ ও অনুবাদের কাজ করছে বাংলাদেশ রেলওয়ের কারিগরী কমিটি।

সৈয়দপুর ওয়ার্কশপে “ক্যারেজ কনস্ট্রাকশন ওয়ার্কশপ” নির্মিত হচ্ছে ভারত সরকারের লাইন অব ক্রেডিটের আওতায়। বর্তমানে কনসালটেন্ট নিয়োগ চুড়ান্ত করা হচ্ছে।

স্বল্পকালীন ঘাটতি মেটানোর জন্য ২০ টি লোকোমোটিভ ভারতীয় রেলওয়ে থেকে ধারে আনা হচ্ছে।

রেলওয়ে সেবা, প্রশাসন, ট্রেন অপারেশন, বাণিজ্যিক কার্যক্রমসহ প্রতিটি কাজে গতি আনতে আধুনিক সফটওয়্যার ভিত্তিক কার্যক্রম প্রবর্তন করা হচ্ছে। আইটি সেল গঠনের জন্য প্রয়োজনীয় জনবল মঞ্জুরীর উদ্যোগ নেয়া হয়েছে।

রেলস্থাপনায় নেট মিটারিং সিস্টেমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ইডকল ও পাওয়ার ডিভিশনের সহায়তায় রুফ মাউন্টেড সোলার প্যানেল বসানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

আসুন, বিনা টিকিটে রেলভ্রমণ না করে উন্নয়নে সহায়তা করি।

Shahabuddin Ahmed

Related post

Leave a Reply