মৈত্রী এক্সপ্রেস

 মৈত্রী এক্সপ্রেস
মৈত্রী এক্স‌প্রেস
ঢাকা(ক্যান্টন‌মেন্ট স্টেশন) ছা‌ড়ে শুক্র, শ‌নি,র‌বি ও বুধবার সকাল ৮:১৫।
কলকাতা ছা‌ড়ে শুক্র, শ‌নি, সোম ও মঙ্গলবার সকাল ৭:১০ ভারতীয় সময়।
‌টি‌কেটঃ
যাত্রার ২৯ দিন আগে হ‌তে যাত্রার পূর্ব দিন বিকাল ৫:০০ পর্যন্ত সকাল ৯:০০ হ‌তে বিকাল ৫:০০ পর্যন্ত চট্টগ্রাম ও ঢাকা স্টেশ‌নের মৈত্রীর কাউন্টা‌রে টি‌কেট করা যা‌বে। এছাড়া কলকাতা টা‌র্মিনাল স্টেশন ও ফেয়ারলী প্লেস রেলও‌য়ে বি‌ল্ডিং, ডাল‌হৌ‌সি, কলকাতা থেকে ও টিকেট করা যাবে। অনলাইনে মৈত্রীর টিকেট পাওয়ার সুযোগ নেই।
‌টি‌কেট নি‌তে লাগ‌বেঃ
বৈধ এবং অন্ততঃ ছয় মাস মেয়াদ আছে এমন পাস‌পোর্ট ও ভিসা। প্র‌তি‌টি পাস‌পো‌র্টের বিপরী‌তে এক‌টি টি‌কেট ইস্যু করা হয়।
ভাড়াঃ
স্নিগ্ধা(এ‌সি চেয়ার) ২৫০০ টাকা, এ‌সি সিট (কে‌বি‌নে) ৩৪০০ টাকা।(কারেকশন এসেছে)
** অপ্রাপ্ত বয়স্ক টি‌কেটও পাওয়া যায়।
‌মোট আসনঃ
এ‌সি সিট ১৪৪ টি, এ‌সি চেয়ার ৩১২ টি।

Shahabuddin Ahmed

Related post

Leave a Reply