ভাওয়াল গাজীপুর স্টেশনে ক্যাম্পিং
ভাওয়াল গাজীপুর স্টেশন-
গাজীপুরে ক্যাম্পিং করার মত অসংখ্য কিছু স্থান আছে যার মধ্যে অন্যতম ভাওয়াল গাজীপুর স্টেশন। স্টেশনের আশে পাশে বড় বড় কয়েকটা মাঠ আছে। যেগুলো স্টেশন থেকে পায়ে হাটা দূরুত্বের মধ্যে পরে।
প্রায় ৬০ বছরের পুরাতন ভাওয়াল গাজীপুর একটি নিরিবিলি পরিবেশের স্টেশন। আনুমানিক ১৯৫৯ খ্রিস্টাব্দে স্টেশনটি চালু হয়েছিল। পাশেই আছে স্টেশনের চারটি কোয়ার্টার সবগুলো বর্তমানে অচল, এখানে পাবেন কিছুটা ভৌতিক পরিবেশ। দুতলা সিগনাল রুম টাও অচল হয়ে পরে আছে। স্টেশনের পাশেই বিশাল ফুটবল খেলার মাঠ এখানে ঘুরতে আসলে সাথে ফুটবল নিয়ে আসতে পারেন। আছে নামাজের জায়গা এবং বিশুদ্ধ পানির টিউবওয়েল । স্টেশনের পাশে ভাওয়াল গড় বন হাজার হাজার গজারি গাছের এই বনে ঘুরতে পারবেন। স্টেশনের দুই পাশে দুটি রেলব্রীজ আছে ।
টেশনে রাতের নির্জনতার মধ্য কাটিয়ে দিতে পারেন একটা নির্ঘুম রাত। মধ্য রাতের প্রাকৃতিক রূপ বিমোহিত করবে প্রতি মূহুর্ত্যে।
কিভাবে যাবেন: জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে অটো রিক্সা বা বাসে আসতে হবে শিমুলতলী ভাড়া ১০টাকা ,এখান থেকে আবার অটো রিক্সায় চতর বাজার ভাড়া ১০ টাকা বা রিজার্ভ করে সরাসরি যতে পারেন ভাওয়াল গাজীপুর স্টেশনে। শিমুলতলী থেকে চতর বাজার রাস্তা কিছুটা ভাঙ্গা।
অথবা জয়দেবপুর স্টেশনের পাশ থেকেও রিজার্ভ করে চলে যেতে পারেন চাপুলিয়া পাজুলিয়া হয়ে ।