নিজের কোচটির অবস্থান কোথায় হবে?

 নিজের কোচটির অবস্থান কোথায় হবে?
ঈদ যাত্রার টিকেট করা শেষ। এখন শুধু নির্দিষ্ট দিনে ঠিকঠাক ট্রেনে উঠে নিজের সিটে বসে বাড়ি যাবার অপেক্ষা।কিন্তু ঢাকা বা বিমানবন্দর স্টেশন হতে যারা উঠবেন তারা টেনশনে থাকেন নিজের কোচটির অবস্থান কোথায় হবে। সামনে থাকবে, পেছনে থাকবে নাকি মাঝে থাকবে। কোন কোচের নাম বাংলা ও ইংরেজিতে কি হবে এবং কোন কোচের অবস্থান কেমন হবে তা নিয়েই এই পোস্ট।
ঢাকা স্টেশন হতে দেশের বিভিন্ন যায়গায় ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলির কোচ কম্বিনেশনঃ
৭০২ সুবর্ণ এক্সপ্রেস- ক কোচ সামনে, দ কোচ পেছনে থাকবে।
৭০৪ মহানগর প্রভাতী- ক কোচ সামনে, ন কোচ পেছনে।
৭০৫ একতা এক্সপ্রেস- ক কোচ সামনে, এর পরে খ কোচ (এসি কেবিন), গ কোচ(স্নিগ্ধা), ঘ কোচ (নন এসি কেবিন), ড কোচ পেছনে।
৭০৭ তিস্তা এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ নন এসি কেবিন,ঙ,চ,ছ,জ,ঝ স্নিগ্ধা
৭০৯ পারাবত এক্সপ্রেস- ক কোচ পেছনে, ন কোচ সামনে।
৭১২ উপকূল এক্সপ্রেস- পেছনের কোচ গ (গার্ড ভ্যান+শোভন)
৭১৭ জয়ন্তিকা এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ, গ কোচ নন এসি বার্থ, ঘ কোচ প্রথম চেয়ার, ঙ কোচ এসি বার্থ, ন কোচ সামনে।
৭২২ মহানগর এক্সপ্রেস- ক কোচ সামনে, ন কোচ পেছনে।
৭৩৫ অগ্নিবীণা এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ কোচ মাঝে(নন এসি কেবিন), ঠ কোচ সামনে
৭৩৭ এগারসিন্দুর প্রভাতী- ক কোচ পেছনে, খ কোচ মাঝে(নন এসি কেবিন), ঠ কোচ সামনে
৭৩৯ উপবন এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ, গ কোচ নন এসি বার্থ, ঘ কোচ প্রথম চেয়ার, ঙ কোচ এসি বার্থ, ন কোচ সামনে।
৭৪২ তূর্ণা এক্সপ্রেস- ক কোচ সামনে, ন কোচ পেছনে।
৭৪৩ ব্রহ্মপুত্র এক্সপ্রেস- ক কোচ শেষে, ঠ কোচ সামনে।
৭৪৫ যমুনা এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ কোচ মাঝে(নন এসি কেবিন),ঠ কোচ সামনে
৭৪৯ এগারসিন্দুর গোধুলী- ক কোচ পেছনে, খ কোচ মাঝে (নন এসি কেবিন), ঠ কোচ সামনে
৭৫১ লালমনি এক্সপ্রেস- ক কোচ পেছনে, ড কোচ সামনে।
৭৫৩ সিল্কসিটি এক্সপ্রেস- ক,খ,গ কোচ সামনে(এসি কেবিন), এর পরে ঘ,ঙ কোচ (স্নিগ্ধা), ড কোচ পেছনে।
৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস- ক কোচ সামনে, এর পরে খ কোচ(এসি কেবিন), গ কোচ(স্নিগ্ধা), ঘ কোচ(নন এসি কেবিন), ড কোচ পেছনে।
৭৫৯ পদ্মা এক্সপ্রেস- ক,খ,গ কোচ সামনে(এসি কেবিন), এর পরে ঘ,ঙ কোচ (স্নিগ্ধা), ড কোচ পেছনে।
৭৬৪ চিত্রা এক্সপ্রেস- ক,খ কোচ সামনে(এসি কেবিন), এর পরে গ,ঘ কোচ (স্নিগ্ধা), ঠ কোচ পেছনে।
৭৬৫ নীলসাগর এক্সপ্রেস- ক কোচ সামনে, এর পরে খ কোচ(এসি কেবিন), গ কোচ(স্নিগ্ধা), ঘ কোচ(নন এসি কেবিন), ড কোচ পেছনে।
৭৬৯ ধুমকেতু এক্সপ্রেস- ক,খ,গ কোচ সামনে(এসি কেবিন), এর পরে ঘ,ঙ কোচ (স্নিগ্ধা), ড কোচ পেছনে।
৭৭১ রংপুর এক্সপ্রেস- ক কোচ সামনে, ঠ কোচ পেছনে, ঠ কোচ এর আগে পেছনের দিকে রয়েছে এসি কেবিন
৭৭৩ কালনি এক্সপ্রেস- ক কোচ পেছনে
৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস- ক কোচ পেছনে(স্নিগ্ধা), ঝ কোচ সামনে।
৭৭৭ হাওর এক্সপ্রেস- ক কোচ পেছনে, ঝ কোচ নন এসি বার্থ।
৭৮১ কিশোরগঞ্জ এক্সপ্রেস- ক কোচ পেছনে, ড কোচ সামনে।
৭৮৮ সোনারবাংলা এক্সপ্রেস- ক কোচ পেছনে, ড কোচ সামনে।
৭৮৯ মোহনগঞ্জ এক্সপ্রেস- ঢ কোচ সামনে, ক কোচ পেছনে।
৭৯১ বনলতা এক্স‌প্রেস- ক কোচ সাম‌নে, ঠ কোচ পেছ‌নে। এ‌সি কোচ সাম‌নের দি‌কে।
৭৯৩ পঞ্চগড় এক্স‌প্রেস- ক কোচ সাম‌নে, এ‌সি কোচ সাম‌নে।

BRFG BRFG

Related post

Leave a Reply