গ্রুপের বাৎসরিক পিকনিক-২০২৩

 গ্রুপের বাৎসরিক পিকনিক-২০২৩

আমাদের এবারের পিকনিক হতে যাচ্ছে বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল। আমরা রাতের লঞ্চে বরিশাল গিয়ে সারাদিন ঘুরে সন্ধার বাসে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরে আসব।

⏰ যাত্রা শুরু ও শেষের তারিখ ও সময় ⏰

আমরা ঢাকা থেকে ১৬ই ফেব্রুয়ারী  রাত ৮:৩০ এর লঞ্চে করে সরাসরি চলে যাবো বরিশাল। বরিশাল থেকে ১৭ই ফেব্রুয়ারী সন্ধা ৬ টার বাসে ঢাকা ফিরে আসব।

🍁 শুভেচ্ছা ফীঃ জন প্রতি ৩১৯৯/-

🍁শিশু/বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ইভেন্ট ফি নির্ধারিত হবে।

🍁যা যা থাকছেঃ

– ঢাকা-বরিশাল লঞ্চের প্রত্যেকের জন্য সিঙ্গেল /ডাবল কেবিন এবং লঞ্চে রাতের খাবার।

-পিকনিক স্পেশাল টি-শার্ট।

-দূর্গাসাগর দিঘী ও গুঠিয়া মসজিদ যাওয়া আসার যাতায়াত ব্যবস্থা।

-১৭ তারিখ শুক্রবার সকাল ও দুপুরের খাবার।

-ঢাকাগামী ননএসি বাসের টিকেট।

** যা থাকছেনাঃ

-কোন ব্যক্তিগত খরচ

-কোন ঔষধ

বুকিং মানিঃ ১৫০০/- টাকা (জনপ্রতি)

বিকাশে ট্রান্সফার করলে ১৫৩০/- টাকা।

***********

** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট

> bKash Personal /বিকাশ

1. 01743694671

2. 01717545051

> Rocket Personal /রকেট

1. 01677733261-9

3. 01744191938-5

> Nagad Personal /নগদ

1. 01677733261

2. 01743694671

#Bank / ব্যাংক

👉Mutual Trust bank (Mohammadpur branch)

Account Name : PLATFORM

A/C No. 1301010123692

Routing No. 145263281

👉 Dutch Bangla Bank Ltd.(Banani Branch)

Account Name: Md. Shahabuddin

A/C No. 103.103.0242402

Routing No. 090260434

যে কোন প্রয়োজনে —–

Mahmudul Alam Shoeb : 01717545051

Md Imran : 01743694671

Masud Rahman : 01677733261

★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন উপরোক্ত নাম্বারগুলোতে এস.এম.এস /ফোন করে জানিয়ে দিবেন।

আপনার/আপনাদের নাম:

মোবাইল নাম্বার:

টি-শার্ট এর সাইজ:

যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন:

যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।

যা সাথে নেওয়া উচিতঃ

-ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ,

– সানগ্লাস, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)

– ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ

– পাওয়ার ব্যাংক

___________শর্ত সমুহঃ

-ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।

-অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।

-স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।

-কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে।

-দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য ট্রিপ ক্যানসেল হলে কিংবা দৃশ্যমান খরচ বৃদ্ধি পেলে সেটি সবাইকে বহন করতে হবে।

# ফেব্রুয়ারী ১৫-১৯ এই সময়ের মধ্যে যদি কোন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায় বা বিপদ সংকেত ৪ অতিক্রম করে তাহলে ট্রিপ বাতিল করার সম্ভাবনা থাকবে।

# রেজিস্ট্রেশন শুরু হবে ১ ফেব্রুয়ারী সকাল ১০ টা, শেষ হবে ৫ ফেব্রুয়ারী রাত ১০ টা।

Related post

Leave a Reply