ইফতার মাহফিল-২০২২
খোশ আমদেদ মাহে রমজান।
গ্রুপের প্রিয় সদস্যবৃন্দ, আসসালামুয়ালাইকুম
পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইলো।গত দুই বছর করোনা মহামারীর কারণে ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব না হলেও, বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে যে, গ্রুপের ঐতিহ্য ধরে রেখে এবার আবারও সদস্যদের নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হচ্ছে। এই একটা দিন গ্রুপের সদস্যদের নিয়ে একটা ছোটখাটো মিলনমেলার আয়োজন এর মতো হয়ে থাকে। এবারো তেমন পরিচিতি, একে অপরকে জানার সুযোগ হবে এই ইফতার মা্হফিলের মাধ্যমে। যথারীতিতে ইফতারের আইটেম দিয়ে ইফতার এবং নামাজের পরে রাতের খাবারের ব্যবস্থা থাকছে।
স্থানঃ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন, কসাইবাড়ী আমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার।
তারিখঃ ২২ এপ্রিল শুক্রবার
উপস্থিতির সময়ঃ বিকাল ৫:৩০
জনপ্রতি চাঁদা: ৩০০/-
চাঁদা পরিশোধের মাধ্যমঃ
বিকাশঃ 01712642329
নগদঃ 01816317681
রকেটঃ 017441919385
টাকা পাঠানোর সময় রেফারেন্সে আপনার নাম লিখতে ভুলবেন না। টাকা পাঠানোর পর কমেন্টে আপনার মোবাইল নম্বরের শেষ চার ডিজিট দিয়ে কমেন্ট করবেন। এতদবিষয়ে কোন কিছু জানার থাকলে প্যানেলের যে কোন সদস্যকে ইনবক্স করতে পারেন। উল্লেখ্য, ইফতার মাহফিলে গ্রুপের বাংলা নববর্ষের দিনপঞ্জি বিতরণ করা হবে।