আন্তঃদেশীয় মৈত্রী/বন্ধন এবং মিতালী এক্সপ্রেস।

 আন্তঃদেশীয় মৈত্রী/বন্ধন এবং মিতালী এক্সপ্রেস।

আন্তঃদেশীয় মৈত্রী/বন্ধন এবং মিতালী এক্সপ্রেস।

মৈত্রী এক্সপ্রেসঃ

ঢাকা(ক্যান্টনমেন্ট) স্টেশন হতে সপ্তাহের শুক্র, শনি, রবি,মঙ্গল ও বুধবার ছেড়ে যাবে সকাল ৮:১৫

ফিরতি যাত্রায় কলকাতা হতে ছাড়বে শুক্র, শনি, সোম ও মঙ্গল ও বুধবার ভারতীয় সময় সকাল ৭:১০

ভাড়াঃ

এসি সিটঃ ৩০ ডলার/৩৬০৫ টাকা (ভাড়া ২৭০০+ভ্যাট ৪০৫+ভ্রমণ করা ৫০০)

এসি চেয়ারঃ ২০ ডলার/২৫৭০ টাকা (ভাড়া ১৮০০+ভ্যাট ২৭০+ভ্রমণ করা ৫০০)

৫ বছর পর্যন্ত শিশুদের জন্য যে শ্রেণিতে ভ্রমন করবে তার ৫০% ভাড়া দিতে হবে।

মালপত্রের ভাড়াঃ

প্রাপ্ত বয়স্কদের জন্য ৩৫ কেজি এবং শিশুদের জন্য ২০ কেজি মালের ভাড়া দিতে হবে না।

টিকিট প্রাপ্তির স্থান বাংলাদেশঃ

ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও চট্রগ্রাম রেলওয়ে স্টেশন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

টিকিট প্রাপ্তির ভারতঃ

কলকাতা টার্মিনাল স্টেশন ও ফেয়ারলী প্লেস রেলওয়ে বিল্ডিং, ডালহৌসি, কলকাতা।

টিকিট প্রাপ্তির সময়সীমাঃ

বৈধ পাসপোর্ট ও ভিসা এর মূল কপি প্রদর্শন সাপেক্ষে যাত্রা তারিখের ৩০(ত্রিশ) দিন পূর্বে সকাল ৯:০০ হতে যাত্রার পূর্ব দিন বিকাল ৪ টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। ফেরত যাত্রার ক্ষেত্রে ৪ (চার) দিন পূর্ব পর্যন্ত রিটার্ন টিকেট ঢাকা স্টেশন থেকে ক্রয় করা যাবে।

মিতালী এক্সপ্রেস

ইতোপূর্বে ২৬ মার্চ ২০২১ এ এর উদ্বোধন হয়েছে।

নিউ জলপাইগুড়ি হতে:

রবি ও বুধবার

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন হতে:

সোম ও বৃহস্পতিবার।

মোট যাত্রীবাহী কোচ: ৮ টি। ৪ টি কেবিন কোচ ও ৪ টি এসি চেয়ার কোচ।

ভাড়া:

এসি চেয়ার ২২ ডলার/২৭৮০ টাকা

এসি সিট ৩৩ ডলার/৩৪২০ টাকা

এসি কেবিন(বার্থ) ৪৪ ডলার/৫২৫৫ টাকা।

৫ বছর বয়স পর্যন্ত যাত্রীর ক্ষেত্রে ৫০% ভাড়া প্রযোজ্য হবে।

মোট দূরত্ব: ৫৩৪ কিমি।

রেক: ভারতীয়।

আয়ের বন্টন: বাংলাদেশ ৮৫: ভারত ১৫

এর সময়সূচি:

নিউ জলপাইগুড়ি ১২:১০(ভারতীয় সময়) হলদিবাড়ি ইন ১৩:১০ আউট ১৩:১৫ ঢাকা ক্যান্টনমেন্ট ২২:৩০, ফিরতি যাত্রায়- ঢাকা ক্যান্টনমেন্ট ২১:৫০ হলদিবাড়ি ইন ৬:০০, আউট ৬:০৫(ভারতীয় সময়) নিউ জলপাইগুড়ি ৭:০৫

ট্রেনটির ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে ঢাকা ক্যান্টনমেন্ট ও নিউ জলপাইগুড়ি স্টেশনে। অগ্রিম টিকেট পাওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম, নিউ জলপাইগুড়ি ও ফেয়ারলি প্লেসে।

বন্ধন এক্সপ্রেসঃ

খুলনা হতে রবিবার ও বৃহস্পতিবার দুপুর ১:২০

কলকাতা হতে রবিবার ও বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৭:১০

ভাড়াঃ

এসি চেয়ার ১০ ডলার/১৫৩৫ টাকা।

এসি সিট ১৫ ডলার/২০৫৫ টাকা।

ট্রেনটির ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে বেনাপোল ও কলকাতা স্টেশনে। অগ্রিম টিকেট পাওয়া যাবে খুলনা ও ফেয়ারলি প্লেসে।

বন্ধন এক্সপ্রেসের সময়সূচী :

খুলনা-কলকাতা

খুলনা ছাড়বে : ১৩:২০

বেনাপোল পৌঁছাবে : ১৪:৫০, ছাড়বে ১৫:৫৫

পেট্রাপোল পৌঁছাবে : ১৬:১০, ছাড়বে ১৬:২০

কলকাতা পৌঁছাবে : ১৮:১০

কলকাতা-খুলনা

কলকাতা ছাড়বে : সকাল ৭:১০

পেট্রাপোল পৌঁছাবে : সকাল ০৮:৫৫, ছাড়বে ০৯:০৫

বেনাপোল পৌঁছাবে : সকাল ৯:২০, ছাড়বে ১০:২৫

খুলনা পৌঁছাবে : দুপুর ১২:০০

  1. বন্ধন এক্সপ্রেসে কলকাতা থেকে খুলনা এবং খুলনা থেকে কলকাতা আসতে সময় লাগবে ৪ ঘণ্টা ৫০ মিনিট।

Shahabuddin Ahmed

Related post

Leave a Reply