অনলাইনে টিকেট করার পর কিভাবে টিকেট পাবেন?
অনলাইনে টিকেট করার কিছু সময় পর রেজিস্ট্রেশন এর সময় প্রদত্ত মেইলে টিকেট এর পিডিএফ কপি পাবার কথা। অনেকে পাচ্ছেন ও। কিন্তু অনেকের যাত্রার সময় অতিক্রান্ত হবার পরেও মেইলে টিকেট পাচ্ছেন না। সব সময় মেইলের আশায় না থেকে দ্রুত টিকেট পেতে নিচের নিয়ম অনুসরণ করুন:
আপনার পেমেন্ট সাকসেসফুল হবার সঙ্গে সঙ্গে মোবাইলে টিকেট এর পিডিএফ কপির ডাউনলোডের অপশন আসবে/পিসিতে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।সেটা Rename করে সংরক্ষণ করুন। এছাড়া লক্ষ্য করলে দেখবেন সাকসেসফুল পারচেজ হবার পর Print your Ticket now অপশন ও আসে। এখানে ক্লিক করে প্রাপ্ত টিকেট খানা সরাসরি প্রিন্ট করে নিন বা পিডিএফে রুপান্তরিত করে সংরক্ষণ করুন। এছাড়া লক্ষ্য করলে দেখবেন স্ক্রিনে Journey details নামে একটা অংশ আছে। এখানে পারচেজকৃত টিকেটের PNR, Train name, Class, Seat সব দেয়া থাকে। অন্ততঃ পক্ষে এটার ও যদি স্ক্রিনশট বা ছবি রাখতে পারেন তবুও এটা দেখিয়ে কাউন্টার থেকে মূল টিকেট প্রিন্ট করে নিতে পারবেন।