অতিরিক্ত কোচের টিকেটে অতিরিক্ত ভাড়া!
১৭ তারিখ থেকে এক্সট্রা কোচের সিট বরাদ্দের ক্ষেত্রে এসিতে ৩০% এবং শোভন চেয়ারে ২০% এক্সট্রা চার্জ ধার্য করেছে রেল কর্তৃপক্ষ।
রেল বিমান হতে চাচ্ছে ভালো কথা। শুধু টাকা আদায়ের ক্ষেত্রে বিমান হলে হবে না, সার্ভিস ও ব্যাবস্থাপনায়ও উন্নয়ন করতে হবে।
আজ পর্যন্ত নিজস্ব আইটি বিভাগ স্থাপন করতে না পারা রেল এসেছে বিমান হতে…!
এসি কোচের নির্ধারিত সেবা দিতে ব্যর্থ রেলওয়ে এসেছে বিমান হতে…!
বিনা টিকেটের যাত্রী পরিবহন বন্ধে ব্যর্থ রেল এসেছে বিমান হতে…!
হাস্যকর, খুবই হাস্যকর।
রেল সংস্কারে প্রয়োজন গত ২০-৩০ বছরে হওয়া দুর্নীতি ও লুটপাট অনুসন্ধানে একটি কমিশন করা। আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত রেলকে সংস্কারের উদ্যোগ না নিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের ফন্দি করা দেখেই বুঝা যাচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও রেলের কালো বিড়ালরা সফল হয়েছে মূল বিষয়ে অন্ধকারে রেখে বিপথগামী করতে।
—Sohel Rana Bhuiyan