ম্যাগাজিনের লেখা আহ্বান
ত্রৈমাসিক প্লাটফর্ম ম্যাগাজিনের আগামী ঈদসংখ্যা (মে’২২)’র জন্য লেখা আহ্বান।
লেখার বিষয়ভিত্তিক বিভাগ :
গল্প
কবিতা
উপন্যাস
ভ্রমণ কাহিনী
রম্য রচনা
রেল ইতিহাস
রেল ভাবনা
রেল কোষ
কারিগরি
রেল বাণিজ্য/রেল অর্থনীতি
মেট্রোরেল
লেখার সময় লক্ষ্য রাখবেন যে ডিজুস ধাঁচের ভাষা যেন ব্যবহৃত না হয়। যতি বা ছেদ চিহ্ন মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। শব্দের স্পেস ঠিকঠাক দেবেন। লেখার একটা শিরোনাম যেন থাকে। শিরোনামের নিচে আপনার নাম লিখবেন। লেখার সাথে সঙ্গতিপূর্ণ ছবি দেয়া যাবে। লেখা মেইল করতে হবে গ্রুপের bdrailwayfangroup08@gmail.com মেইল ঠিকানায়। মেইলের বিষয় হবে “ঈদসংখ্যা”।
লেখা পাঠানোর শেষ সময়: ৩১ মার্চ ২০২২
সম্পাদক
প্লাটফর্ম